Monday, June 5, 2017

চুলায় তৈরি করুন পারফেক্ট গার্লিক নান

    চুলায় তৈরি করুন পারফেক্ট গার্লিক নান

গরম গরম নানরুটি আর তার সাথে কাবাব ভাবতেই জিভে জল চলে আসে। নানরুটির সাথে মাংস, সবজি, ডাল, নেহারি সবকিছু খেতে দারুন লাগে। অনেকে ঘরে নানারুটি তৈরি করে থাকেন। গার্লিক নানও অনেকেই ঘরে তৈরি করেন। তবে রেস্টুরেন্টের মত পারফেক্ট গার্লিক নান তৈরি করা হয় না। এবার ঘরে রেস্টুরেন্টে মত পারফেক্ট গার্লিক নান তৈরি করে নিতে পারবেন তাও চুলায়! কীভাবে, আসুন জেনে নেওয়া যাক রেসিপিটি।



উপকরণ :

২ কাপ ময়দা

গরম পানি প্রয়োজন অনুযায়ী

১/২ টেবিল চামচ ইস্ট

১ টেবিল চামচ চিনি

লবণ স্বাদ অনুযায়ী

১ টেবিল চামচ তেল

১/২ কাপ রসুন কুচি

৩ টেবিল চামচ ধনেপাতা কুচি

মাখন

প্রণালী :

১। গরম পানি প্রায় ৩/৪ কাপ এর সাথে চিনি এবং ইস্ট ভাল করে মিশিয়ে নিন। এটি ১০ মিনিট রেখে দিন।

২। আরেকটি পাত্রে ময়দা, লবণ এবং ইস্টের মিশ্রণটি মিশিয়ে ফেলুন।

৩। এবার মিশ্রণটি খুব ভাল করে মিশিয়ে ডো করে নিন। প্রয়োজন অনুযায়ী পানি মিশান। হাতে অল্প পরিমাণে তেল লাগিয়ে ডো তৈরি করুন।

৪। একটি কাঁচের পাত্রে ডোটি পাতলা কাপড় দিয়ে ঢেকে এক ঘণ্টা রেখে দিন।

৫। এক ঘন্টা পর দেখবেন ডোটি ফুলে ডাবল হয়ে গেছে।

৬। আরেকটি পাত্রে ধনেপাতা কুচি এবং রসুন কুচি মিশিয়ে নিন।

৭। চুলায় উচ্চ তাপে তাওয়া গরম করতে দিন।

৮। এবার ডো থেকে অল্প একটু ময়দা নিয়ে রুটি তৈরি করে নিন। এর উপর রসুন, ধনেপাতা কুচি রুটির উপর দিয়ে বেলে নিন। রুটির অপর পাশে সামান্য পানি দিয়ে বেলে নিন।

৯। তারপর রুটি তাওয়াতে দিন।

১০। রুটি ফুলে আসলে রুটি সরাসরি আগুনে সেঁকুন। এতে পোড়া পোড়া একটা ভাব আসবে রুটিতে।

১১। নানরুটির উপর মাখন ব্রাশ দিয়ে ঘষে নিন।

১২। ব্যস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্বাদের মজাদার গার্লিক নান।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home