Tuesday, June 13, 2017

ঘরেই তৈরি করুন সুস্বাদু গরম গরম লুচি

    ঘরেই তৈরি করুন সুস্বাদু গরম গরম লুচি

সকালের নাস্তায় নিরামিষের সঙ্গে খেতে পারেন গরম গরম লুচি। মচমচে এই লুচি খেতে ভীষণ সুস্বাদু।




উপকরণ :

ময়দা তিন কাপ, কালিজিরা সামান্য, তেল পরিমাণমতো, ঘি সামান্য, গুঁড়া দুধ তিন চা চামচ ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি :

প্রথমে একটি বাটিতে ময়দা, ঘি, কালিজিরা, দুধ ও লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার গরম পানি দিয়ে ময়দার এই মিশ্রণ মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এরপর ময়দার এই ডো দিয়ে ছোট ছোট লুচি বেলে নিন। প্যানে একই সঙ্গে তেল ও ঘি দিন। এবার গরম তেলের মধ্যে লুচিগুলো বাদামি করে ভেজে নিন। সবশেষে নিরামিষ বা হালুয়ার সঙ্গে গরম গরম পরিবেশন করুন মচমচে লুচি।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home