Monday, May 29, 2017

রেসিপি : ''' নুডুলস পিৎজা '''

            রেসিপি : ''' নুডুলস পিৎজা '''

উপকরণ :

১. ২ কাপ সিদ্ধ করা নুডুলস অথবা স্প্যাগেটি,
২. ১ টি ডিম,
৩. শুকনা ওরিগানো পরিমাণ মতো (ইচ্ছা),
৪. পার্মেজান চিজ ২, ৩ টেবিল-চামচ (ইচ্ছা),
৫. লবণ স্বাদ মতো,
৬. গোলমরিচ-গুঁড়া স্বাদ মতো,
৭. ক্যাপসিকাম গোল করে কাটা পরিমাণ মতো,
৮. টমেটো সস বা পিৎজা সস ৩,৪ টেবিল-চামচ,
৯. সসেজ-কুচি (ইচ্ছে),
১০. তেল পরিমাণ মতো,
১১. মোৎজারেলা চিজ ১ কাপ অথবা ইচ্ছেমতো।

প্রণালী :

> সিদ্ধ নুডুলসের সঙ্গে ডিম ফেটিয়ে লবণ, গোলমরিচ সব উপকরণ মিশিয়ে মাখিয়ে নিতে হবে।

> ননস্টিক ফ্রাই প্যানে তেল গরম করে নুডুলস দিয়ে চেপে চেপে সমান করে দিন। একপাশ বাদামি ও মচমচে হয়ে আসলে উল্টে দিন। এর উপর পিৎজা সস, মোৎজারেলা চিজ, ক্যাপ্সিকাম এবং সসেজ দিয়ে উপরে আরও কিছু পিৎজা সস ঢেলে ঢেকে দিন।
> চিজ গলে গেলে নামিয়ে প্লেটে রেখে পরিবেশন করুন।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home