রাশিয়ান স্ট্যু
রাশিয়ান স্ট্যু
উপকরণ :
১. মাটন আধা কেজি,২. টমেটো ৪টা,
৩. পেঁয়াজ আস্ত ২টা,
৪. ঠান্ডা পানি ২ লিটার,
৫. আস্ত গোলমরিচ ১ চা-চামচ,
৬. এলাচি ২টা,
৭. দারুচিনি ১টা,
৮. লং ৫-৬টা,
৯. ইতালিয়ান হার্বস ১ চা-চামচ,
১০. লবণ স্বাদমতো।
প্রণালি :
> সব উপকরণ একত্রে মাখিয়ে তাতে ঠান্ডা পানি দিয়ে একদম অল্প আঁচে ৩ ঘণ্টা সেদ্ধ করতে হবে।ঘন হলে নামিয়ে পরিবেশন করতে হবে।
Labels: বাহারি রান্না
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home