ঝটপট কড়াই গোস্ত
ঝটপট কড়াই গোস্ত
উপকরন
• মুরগীঃ ১ টি(১কেজি, মাঝারি আকারে কেটে নিন )• টমেটোঃ বড় ২ টি কুচি করা
• তেলঃ ৩ টেবিলচামচ
• পেয়াজকুচিঃ ১/২কাপ
• আদা রসুন বাটাঃ ১চা চামচ করে
• মরিচের গুড়ো ও কালো গোলমরিচ গুড়োঃ ১ চা চামচ করে
• জিরা গুড়োঃ ১ চা চামচ
• ঘিঃ ১ টেবিলচামচ
• ধনেপাতাঃ ২টেবিলচামচ
• কাচামরিচ: ৩
প্রনালি:
মুরগী ধুয়ে পানি ঝরিয়ে নিন।কড়াইতে তেল দিয়ে মুরগী দিয়ে সোনালি করে ভাজুন। এখন মুরগীর সাথে কুচি পেয়াজ, আদা রসুন
বাটা দিয়ে ভাজুন।
এখন টমেটো দিন।টমেটো নরম হলে বাকি গুড়ো মশলা , কাচামরিচ দিয়ে মিশিয়ে ঢেকে দিন।অল্প
আচে ১৫ মিনিট রাখুন।কোন পানি দেয়া যাবে না, টমেটোর পানিতেই হয়ে যাবে।
ঘি ও ধনেপাতা ছিটিয়ে রুটির সাথে গরম গরম পরিবেশন মজার মজার রান্না আপলোড করুন।। আর
জিতে নিন হাজার টাকার গিফট।
Labels: বাহারি রান্না
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home