ভাপা পুলি / স্টীমড ডাম্পলিং / সুইট মম
আজ আপনাদের জন্য মজাদার এক পিঠার রেসিপি যা ভাপা পুলি / স্টীমড ডাম্পলিং / সুইট মম বা
সুইট অন্থন নামে পরিচিত। এই পিঠা তৈরি করা খুবই সহজ ও খেতেও খুব দারুণ। হয়তো আপনারা
সবাই জানেন রেসিপিটি তার পরেও মিলিয়ে নিতে পারেন। রইলো রেসিপি।
উপকরণ:
আতপ চালের গুড়াপানি
লবন
নারিকেলের পুর তৈরি
কোড়ানো নারিকেল
ঝোলা গুড়
সামান্য চিনি
খোসা ছাড়া তিল
– সব এক সাথে জাল দিন । আঠালো পুর তৈরি হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করুন ।
প্রনালি:
– আটা সিদ্ধ করে ঠাণ্ডা করে ভাল করে ময়ান দিন ।
পেঁচানো পুলি
প্রথমে ১/২ ইঞ্চি মোটা করে রুটি বেলে নিন । এর মধ্যে পুরো রুটিটায় পুর দিয়ে ঢেকে দিন । তারপর
পেচিয়ে গোল করুন । শেষের মাথা পানি দিয়ে ভাল করে চেপে চেপে লাগিয়ে দিন । ১৫-২০ মিনিট
গরম পানির ভাপের উপরে রাখুন । ঢাকনা দিবেন ।
Labels: পিঠাপুলির বাহারি রেসিপি🍛
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home