Thursday, May 25, 2017

মজাদার স্পাইসি ডিম ওমলেট রেসিপি

    মজাদার স্পাইসি ডিম ওমলেট রেসিপি

হুটহাট খাবার দাবারে ডিম ভাজির জুড়ি নেই। কিন্তু একটু আয়েসি ভঙ্গিতে খেতে চাইলে ব্যবস্থাও করতে হবে ভিন্নভাবে। তেমনি এক মজার খাবার ডিমের ওমলেট। তাও যদি হয় সুস্বাদু ইন্ডিয়ান স্পাইসি ডিম ওমলেট- তাহলে তো কথায় নেই।





যা যা লাগবে :

ডিম ২টা
অলিভ অয়েল ২ টেবিলচামচ
পেঁয়াজ কুচি এক টেবিল চামচ
আদা কুচি সামান্য
মরিচ কুচি প্রয়োজনমতো
টমেটো কুচি ১ টেবিল চামচ
আলু কুচি ১ টেবিল চামচ
সবজি (শিম, বরবটি, ফুলকপি, গাজর) মিহি কুচি ২ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
পনির ১ চা চামচ

যেভাবে করবেন :

পনির ও অলিভ অয়েল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।
এবার ফ্রাই প্যানে অলিভ অয়েল গরম হলে মিশ্রণটি ঢেলে ভেজে নিতে হবে।
এপিঠ ওপিঠ ভাজা হলে ওমলেটের ওপর পনির দিয়ে জ্বাল কমিয়ে দিন।
পনির গলে গেলে নামিয়ে আনুন।
ব্যাস হয়ে গেল, সুস্বাদু ডিম ওমলেট।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home