Thursday, February 16, 2017

নারকেলের সনেদশ

                      নারকেলের সনেদশ


উপকরন:-নারকেল একটা মিহি করে বাটা,এলাচ কয়েকটি, চিনি ২০০ গ্রাম,দুধ ১লিটার খিরসা করে

নিতে হবে।

প্রাণালী:-খিরসা,নারকেল বাটা,চিনি,এলাচ,একসঙেগ একটি পাএে অলপ আচেঁ নাড়তে হবে,নাড়তে

নাড়তে যখন মিশ্রনটি আঠা আঠা হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ছাচঁ দিয়ে নকশা করে নিতে

হবে এবং ঠানডা হলে পরিবেশন করতে হবে।।ভাল লাগলে লাইক দিয়ে শেয়ার করুন।।

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home